বাবা-মেয়ের গাওয়া গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়

শাবনাজ-নাঈম জুটি নব্বই দশকে আলোড়ন তুলেছিলে। ঢাকার বিখ্যাত নবাব বাড়ির সদস্য নাঈম নায়িকা শাবনাজের সঙ্গে জুটি বেঁধে তুমুল সাফল্য পান। প্রথমে প্রেম, এরপর বিয়ে করে সংসারী হন এ জুটি।

তবে দীর্ঘদিন সিনেমায় নেই তারা। দুই মেয়ে নিয়ে তাদের আনন্দে কাটছে দিন। করোনাকালীন গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে কৃষিকাজ করে আলোচনায় আসেন এ দম্পতি।

এবার নাঈম আলোচনায় এলেন তার বড় মেয়ের সঙ্গে গান গেয়ে। নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া নাঈম দারুণ গান করেন। এর আগে তার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে। তার গানের প্রশংসা করেছেন রুনা লায়লাসহ ভারত-পাকিস্তানের অনেক তারকাও।

এবার সেই মাহদিয়া গাইলেন তার বাবার সঙ্গে। সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি গেয়েছেন তারা। এসময় নাঈম গিটার বাজাতে বাজাতে মেয়ের সঙ্গে গলা ছেড়ে গেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় মাহদিয়া ও নাঈম দুজনেই ভিডিওটি শেয়ার করেছেন। নৌকায় চড়ে বাবা-মেয়ের দ্বৈত গান মন কেড়েছে নেটিজেনদের।

Comments (0)
Add Comment