‘বাইরে না বেরিয়ে ঘর থেকেই রমজানের প্রার্থনা করুন’

করোনা মোকাবিলায় ভারতলজুড়ে চলছে লকডাউন। রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে সবকিছু। আগামী ৩ মে পর্যন্ত চলবে এই লকডাউন। তার মধ্যেই শুরু হচ্ছে রমজান। আর তাই ঘরে থেকেই প্রার্থনা করার আবেদন করলেন ভারতের তারকা দম্পতি জাভেদ আখতার ও শাবানা আজমি। বাইরে গিয়ে রমজানের প্রার্থনা না করে ঘরেই করার পরামর্শ দিয়েছেন তারা। কারণ এই সময়ে বাইরে গেলে তা বিপদ বাড়াতে পারে।

শাবানা নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওর মাধ্যমেই এই বার্তা দেন জাভেদ। তিনি সেখানে বলছেন, মানুষ যেন এই সময়ে বাইরে না বেরিয়ে ঘর থেকেই রমজানের প্রার্থনা করে।

এছাড়াও তিনি আরও একটি আবেদন করেন।

এই সময়ে একাধিকবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে হামলার ঘটনা উঠে আসছে। এই প্রসঙ্গে জাভেদ আবেদন করেছেন, এই কঠিন সময়ে যেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা না করা হয়। তারা মানুষকে বাঁচাতে করোনার বিরুদ্ধে লড়ছেন। এই সময় তাদের অসম্মান না করার আবেদন করেছেন তিনি।

এছাড়াও বার বার এই লকডাউনে ঘরে থেকে কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন দুজনেই। কারণ একমাত্র ঘরে থেকেই সাধারণ মানুষ করোনা সংক্রমণ রুখতে পারে।

Comments (0)
Add Comment