যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশী বংশোদ্ভূত জাইন সিদ্দিকের পর আরেকজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তার নাম ফারাহ আহমেদ।
তাকে যুক্তরাষ্ট্রের ‘আন্ডার সেক্রেটারি অফ রুরাল ডেভেলপমেন্ট’ এর ‘চিফ অফ স্টাফ’ পদে নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষিবিভাগ ২১ জানুয়ারি ওই পদে ফারাহ’র মনোনয়ন ঘোষণা করে।
বাংলাদেশী পিতা-মাতার সন্তান ফারাহ’র কর্নেল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ও প্রিন্সটেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী রয়েছে। তার পিতা ড. মাতলুব আহমেদ, মাতা ড. ফেরদৌস আহমেদ- দুজনই যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেন।
অন্যদিকে তার নানা বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খান এবং মামা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলে জানা গেছে।
উল্লেখ্য, ফারাহ আহমেদ ছাড়াও একই সময়ে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে অন্যান্য পদে আরও ৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, সে দেশের প্রশাসনে এত উচ্চ পদে কোনো বাংলাদেশী এবারই প্রথম নিয়োগ পেলেন।