বাইকের ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করবেন?

বাইক আমাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম ভরসা। কিন্তু এই প্রিয় বাহনটির হৃদপিণ্ড হলো তার ইঞ্জিন। আর এই ইঞ্জিনের সুরক্ষার মূল চাবিকাঠি হলো ইঞ্জিন অয়েল। সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে আপনার বাইক যেমন দুর্বল হয়ে পড়বে, তেমনি ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক, আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তনের সেই ৪টি গুরুত্বপূর্ণ সংকেত:

 

৩. ইঞ্জিন অয়েল লেভেল যাচাই : নিয়মিতভাবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল লেভেল পরীক্ষা করা অত্যন্ত জরুরি। ডিপস্টিক বা অয়েল লেভেল ইন্ডিকেটর দেখে নিশ্চিত করুন তেলের পরিমাণ একটি নিরাপদ মাত্রা (সাধারণত ডিপস্টিকে চিহ্নিত ‘ফুল’ এবং ‘লো’ মার্কের মাঝামাঝি) বজায় আছে কিনা। যদি দেখেন তেলের লেভেল দ্রুত কমে যাচ্ছে অথবা ‘লো’ মার্কের কাছাকাছি চলে এসেছে, তবে তা শুধু টপ-আপ না করে বরং পুরো ইঞ্জিন অয়েলটি বদলে নেওয়া বুদ্ধিমানের কাজ।

৪. ওয়ার্নিং লাইট বা সতর্কতা বাতি : আধুনিক মোটরসাইকেলগুলোতে তেলের মান বা চাপের সমস্যা হলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে একটি ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে। এই ফিচারটি মূলত তেলের অবস্থা জানানোর জন্য তৈরি করা হয়। আপনার বাইকে যদি এমন সেন্সর-ভিত্তিক ব্যবস্থা থাকে এবং সেই সতর্কতা বাতিটি জ্বলে ওঠে, তবে বুঝতে হবে এটিই ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঠিক সময়।