বাংলাদেশের উন্নয়নে সহায়তা ঘোষণা কানাডার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় আকারে সহযোগিতা তহবিল বন্ধ করার মধ্যেই এলো সুখবর। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য সহায়তা ঘোষণা করেছে কানাডা। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নের জন্যও সহায়তা ঘোষণা করেছে দেশটি।

সব মিলিয়ে ২৭২ দশমিক এক মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে কানাডা।

সম্প্রতি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে জানানো হয়, কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এই ঘোষণা দেন।

তবে, এই ২৭২ মিলিয়ন ডলারের মধ্যে বাংলাদেশের জন্য কত টাকা দেওয়া হবে, সেটা জানা যায়নি।

ভ্যাঙ্কুভারে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠকের সময় আহমেদ হুসেন এই ঘোষণা দেন। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কানাডার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

আহমেদ হুসেন বলেন, ‘আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় কানাডার সহায়তার বাস্তবায়ন সরাসরি দেখার সুযোগ পেয়েছি। কানাডার অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো মানবিক সহায়তা দিচ্ছে এবং নবজাতকদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।’

আহমেদ হুসেন আরও বলেন, ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা নারী ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছি, যা আমাদের বৈশ্বিক সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।’

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার বিবৃতিতে বলা হয়, কানাডার এই সহায়তা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখবে এবং দরিদ্র জনগোষ্ঠীকে নিরাপদ জীবনযাপনের সুযোগ করে দেবে।

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ও কানাডা ঘনিষ্ঠ অংশীদার হিসেবে জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ইউএসএআইডি প্রকল্প বাতিল করেছে। এর ফলে বাংলাদেশে প্রায় ১০০টি উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে।