বাংলাদেশি শান্তিরক্ষীরা দক্ষ ও কর্তব্যপরায়ণ: জেনারেল ডিঅপ

বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষ ও কর্তব্যপরায়ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সামরিক উপদেষ্টা জেনারেল বিরামে ডিঅপ।

শুক্রবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে জাতিসংঘ সামরিক উপদেষ্টা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে দায়িত্বরত অবস্থায় তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ ঘটনার নিন্দা জানান।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন এ অনুরোধ জানান।

শুক্রবার এনডিসির ২৯ সদস্যের একটি দল জাতিসংঘ সদরদপ্তর ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করে। ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এর অংশ হিসেবে ‘ওভারসিজ স্টাডি ট্যুর-২’ এর অধীনে এই সফরের আয়োজন।

প্রতিনিধি দলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের ঊর্ধ্বতন প্রতিরক্ষা সেবা কর্মকর্তারা রয়েছেন। জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের উপ-সামরিক উপদেষ্টা মেজর মৌরিন ও’ ব্রায়েন প্রতিনিধি দলকে ব্রিফ করেন। তিনি মাঠ পর্যায়ে ও জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

স্থায়ী প্রতিনিধি মিশনের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ, রোহিঙ্গা সংকট, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়ে বাংলাদেশের ভূমিকার ওপর আলোকপাত করেন। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন, অভিবাসন, এসডিজি বাস্তবায়ন, কোভিড পরবর্তী বৈশ্বিক ব্যবস্থা ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

Comments (0)
Add Comment