বাংলাদেশিদের জন্য উন্মুক্ত সিঙ্গাপুরের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরের শ্রমবাজার উন্মুক্ত করে দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলামের সঙ্গে দেশটির দপ্তর ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী তান সি ল্যাংয়ের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২০ ডিসেম্বর থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য IPA বা ডিমান্ড লেটার সত্যায়ন শুরু করে। যা এখনো প্রতিদিন দুই শতাধিক IPA সত্যায়ন করা হচ্ছে। এটি বাংলাদেশের শ্রমবাজারের জন্য বিশেষ তাৎপর্যবহ।

শ্রমবাজারের এ সুযোগ যাতে কোনোভাবে হাত ছাড়া না হয়, সে জন্য দেশি-বিদেশি চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।