বাংলাদেশিদের ওমরাহ্‌ ভিসা কমিয়েছে সৌদি আরব

বাংলাদেশিদের ওমরাহ্‌ ভিসা কমিয়েছে সৌদি আরব

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি আরব। বর্তমানে মাত্র ১০ শতাংশ বাংলাদেশিকে ওমরাহ ভিসা দিচ্ছে ঢাকার সৌদি দূতাবাস।

একাধিক হজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করে বলেছে, ওমরাহ ভিসার সংকটে রমজান মাসে এজেন্সিগুলোতে চলছে হাহাকার। প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত টিকিট। যাত্রীর অভাবে আসন খালি রেখেই পরিচালনা করতে হচ্ছে নিয়মিত ফ্লাইট।

এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসা কমিয়ে দেওয়ার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। মক্কায় ভিড় কমানো ও স্থান সংকুলান না হওয়ায় ভিসা ইস্যু কমিয়ে দেওযা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাহী কমিটির সাবেক সদস্য ও আল নাফি ট্রাভেলসের মালিক মো. নাজিম উদ্দিন।

নাজিম উদ্দিন বলেন, ওমরাহ্‌র ক্ষেত্রে কোটা চালু করা হয়েছে। আগে ১০০টি ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে ১০০টিই  পাওয়া যেত। এখন পাওয়া যাচ্ছে ৮-১০ শতাংশ। কোনো কারণ ছাড়াই গত ৫ মার্চ থেকে এ সমস্যা শুরু হয়েছে।

Comments (0)
Add Comment