বহুদলীয় সরকার গঠনের পর নির্বাচন: শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী

শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক অচলাবস্থার দিকে ইঙ্গিত করে দেশটির সামাগি জনা বালওয়েগায়া (এসজেবি) দলের নেতা, বর্তমান সংসদ সদস্য এবং সাবেক অর্থনৈতিক সংস্কার ও জনবিতরণ মন্ত্রণালয়ের মন্ত্রী হর্ষ ডি সিলভা বলেছেন, “আমরা স্বল্প সময়ের জন্য একটি সঠিক বহুদলীয় সরকার গঠন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করছি। আর এ পদ্ধতিতেই (শ্রীলঙ্কার প্রতি) আন্তর্জাতিক এবং স্থানীয়ভাবে আস্থা ফিরিয়ে আনা যেতে পারে।”

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এর এক প্রতিবেদনে বলা হয়ঃ এক সংবাদ সম্মেলনে ‘আগামী বছরের মার্চ মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হর্ষ ডি সিলভা আরো বলেছেন, ” শ্রীলঙ্কায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যদি আর কোনো বিকল্প না থাকে কেবল সেক্ষেত্রেই একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”

তিনি বলেন, “আমরা নির্বাচন হতেই হবে, এভাবে কোনো চাপ দিচ্ছি না। তবে নির্বাচনই যদি একমাত্র বিকল্প হয়ে থাকে, তবে সেটি বিবেচনা করা উচিত।”

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সাথে নিজের সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে সাবেক এই মন্ত্রী জানান, ওই আলোচনাটি দেশের ব্যয় ব্যবস্থাপনা কেন্দ্রিক ছিল।

Comments (0)
Add Comment