বলিউডে আসার আগে কী কাজ করতেন শ্রদ্ধা?

বলিউডে আসার আগে এক সময় কফি ও স্যান্ডউইচ বানিয়ে নিজের হাতখরচ চালাতেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি চাকরি খোঁজার একটি অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোক্তার পাশাপাশি এই কাজগুলোর কথাও উল্লেখ করেছেন তিনি।

শ্রদ্ধা জানিয়েছেন, বিদেশে পড়াশোনার সময় তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করেছিলেন। সেখানে ওয়েটারের দায়িত্বে থেকে কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচসহ নানা ধরনের খাবার প্রস্তুত করতেন।

অভিনেত্রীর কথায়, ২০০৫ সালে বস্টনে পড়াশোনার সময় ওই সংস্থায় কাজ করতাম। তখন যাদের কফি বানিয়ে খাইয়েছি, তাদের সকলের কাছেই ক্ষমা চাইছি।

তবে তিনি দাবি করেছেন, কফি যতই খারাপ হোক না কেন, স্যান্ডউইচ বানানো শিখে নিয়েছিলেন বেশ ভালোই।

এখন তিনি বলিউডের অন্যতম সফল নায়িকা। প্রায় ১৩ বছরের পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছেন শ্রদ্ধা কাপুর। অল্প বয়সে সিনেমায় নাম লেখানোর প্রচলিত ধারা না মেনে, আগে বিদেশে উচ্চশিক্ষা শেষ করেই দেশে ফিরে অভিনয়জগতে প্রবেশ করেছিলেন তিনি।