বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

বরিশালের উজিরপুর উপজেলায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে এক বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। আজ রবিবার দুপুরে উপজেলার খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

ঘটনার পর এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত ব্যক্তি মো. শাহআলম খান (৬৫), পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুর রহমান খানের ছেলে। আটককৃত ছেলে মো. শাহরিয়ার শিমুল (৩৫), তার প্রথম স্ত্রীর সন্তান।

প্রতিবেশীরা জানান, শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন। রোববার সকাল ১১টার দিকে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর বেলা দেড়টার দিকে শাহআলম মসজিদে নামাজ পড়তে বের হলে পথেই শিমুল তাকে ধরে ছুরিকাঘাত করে। গলার নিচ থেকে বুকের ওপর ছুরিকাঘাত করে, এবং ছুরিটি গলায় আটকে যায়।

বাবার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিমুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহআলমের মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলে শাহরিয়ার শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

-বরিশাল প্রতিনিধি