বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরাজুম মুনিরা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রধান সহকারী পদে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত তিন-চার দিন আগে অসুস্থ অবস্থায় মুনিরাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। পরে শনিবার সকালে বরিশালের উদ্দেশ্যের রওনা হলে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকায় সিরাজুম মুনিরার মৃত্যু হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. অপূর্ব বিশ্বাস রাখাল বলেন, গতকাল শুক্রবার সিরাজুম মুনিরার পরীক্ষায় ৪৫ হাজার প্লাটিলেট পাওয়া যায়। ওই সময় তার শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করা হলেও স্বজনরা তাকে নিয়ে যায়নি। পরে আবারও তার পরীক্ষা করালে ৩৯ হাজার প্লাটিলেট পাওয়া যায়। এরপর সকালে বরিশাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মুনিরার।
উল্লেখ্য, বরগুনায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। বরগুনার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬৮ জন। বর্তমানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। এ বছর এখন পর্যন্ত বরগুনায় ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বরগুনাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।
-বরগুনা প্রতিনিধি