জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। আজ শুক্রবার সকাল ১১টায় ধানমণ্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা নির্বাচন করা হয়। নিয়ম অনুযায়ী মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা নির্বাচনের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানানো হবে।
এরপর সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। দু-এক দিনের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানা গেছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর মতিয়া চৌধুরী সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।