গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে বিএইচআইএস কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।
এদিকে, শ্রমিকদের ‘উচ্ছৃঙ্খল আচরণের’ অভিযোগে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানা বন্ধের নোটিসে লেখা আছে, ‘গত ১০ মার্চ সকালে কর্মী ও কর্মচারীগণ নিয়মবহির্ভূতভাবে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করে। কর্মী ও কর্মচারীরা কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্মী ও কর্মচারীরা কাজে যোগদান থেকে বিরত থাকে। কর্মী-কর্মচারীদের এই ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। কর্তৃপক্ষ মনে করছে উচ্ছৃঙ্খল কর্মী-কর্মচারীরা কারখানাতে যে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। এ অবস্থায়, কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে।’