ভদ্রলোকের নাম ডঃ ফয়জুর রহমান আল সিদ্দিকী। উনি একজন স্কলার এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। ভদ্রলোক প্রয়াত ড. ওয়াজেদ সাহেবের সহকর্মী ছিলেন।
এই পোস্টটা দেওয়ার আশায় ছবিটা তোলা হয়নি। কিন্তু বেশকিছু অর্থবিত্তশালী ফেইসবুক কিংবা ইউটিউব সেলিব্রেটিদের বইয়ের পাবলিসিটির পোস্ট দেখে দিতে ইচ্ছে হল।
গতকাল বই মেলায় গিয়ে সেখানেই এই লেখককে দেখি। উনি খুবই দ্রুত হাঁটছিলেন। এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছিলেন। নিজের বই দেখাচ্ছিলেন দোকানে রাখতে হয়তো বিক্রির জন্যে। আমি শুধু ওনার হাতে ব্যাগ ভর্তি বই আর ক্ষয়ে যাওয়া জুতোটাই খেয়াল করেছিলাম। না বলে ছবিটা তোলা। শুনেছি ভদ্রলোক শুধু বইয়ের খরচটাই নেন কোন লাভ বা ব্যবসা করেন না।
তখন একটা জিনিসই মাথায় ঘুরছিল, আমাদের এ সমাজে যতই প্রতিভাবান হন না কেন, আপনার অর্থবিত্ত না থাকলে হয়তো আপনার প্রতিভা চাপা পড়ে যাবে বস্তা পচা ‘সো কল্ড’ প্রতিভাবান মানুষের ভীড়ে।
আপনারা যারা বই মেলায় যাবেন তারা আগ্রহী হলে ভদ্রলোকের একটি বই সংগ্রহে রাখতে পারেন। আপনার হয়তো অল্প কিছু টাকা খরচ হবে। কিন্তু তার মুখে হাসি ফুটবে কোটি টাকার। উনার বই পাওয়া যাবেঃ
#প্যাভিলিয়নঃ ২ (পুথিনিলয়)
#বইঃ বাঙ্গালীর জয়, বাঙ্গালীর ব্যর্থতা
আসুন, ফয়জুর সাহেবের বইয়ের প্রচারণা না হয় আমি আর আপনিই করি একটি শেয়ারের মাধ্যমে!
বাঙ্গালীর জয় হোক,
বাঙ্গালীর ব্যর্থতার গ্লানি মুছে যাক।
লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত