জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচনে অবশেষে ধাক্কা সামলালেন ফ্রেডরিখ মেৎস। নতুন চ্যান্সেলর হলেন তিনি।
মঙ্গলবার (৬ মে) জার্মান সংসদে প্রথম দফার ভোটে জিততে না পারলেও দ্বিতীয় দফায় ৩২৫ ভোট পেয়ে চ্যান্সেলর নির্বাচিত হলেন তিনি।
প্রথম দফায় ৬৩০ জনের মধ্যে মাত্র ৩১০ জনের ভোট পাওয়ায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি তিনি। ছয়টি ভোট কম পড়েছিল। ফেডারেল জার্মানির ইতিহাসে এই প্রথম কোনো চ্যান্সেলর প্রথম দফায় নির্বাচিত হতে ব্যর্থ হলেন।
সংবিধান অনুযায়ী ১৪ দিনের মধ্যে সংসদে আবার নির্বাচনের সুযোগ ছিল। তবে জোটের মধ্যে আলোচনার পর আজই আবার সংসদে ভোটাভুটি হয়। দ্বিতীয় প্রচেষ্টায় যথেষ্ট ভোট পেয়ে অবশেষে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হলেন মেৎস।