আজকাল স্মার্টফোন আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ। তবে অনেক সময় আমরা পুরোনো বা অতিরিক্ত ফোনটি ড্রয়ারে রেখে দিই—ব্যবহার করি না মাসের পর মাস। কিন্তু জানেন কি, ফোন দীর্ঘদিন বন্ধ রেখে দিলে সেটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্তও হতে পারে? জেনে নিন, কতদিন ব্যবহার না করলে ফোন নষ্ট হয়ে যেতে পারে এবং কীভাবে তা রক্ষা করা যায়।
ব্যাটারি নষ্ট হয় সবার আগে
স্মার্টফোনের সবচেয়ে স্পর্শকাতর অংশ হলো ব্যাটারি। আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন (Li-ion) বা লিথিয়াম-পলিমার (Li-polymer) ব্যাটারি নিয়মিত চার্জ-ডিসচার্জের মাধ্যমে সক্রিয় থাকে।
ফোন যদি ১–৩ মাস একটানা বন্ধ থাকে, তাহলে ব্যাটারির চার্জ ধীরে ধীরে ফুরিয়ে যায়।
৬ মাসের বেশি সময় ব্যবহার না করলে ব্যাটারির সেল গভীর ডিসচার্জে (Deep Discharge) গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এতে ফোন অন হবে না বা চার্জ নেবে না।
সমাধান: ফোন বন্ধ রাখার আগে ব্যাটারি ৫০% চার্জে রাখুন এবং প্রতি ২ মাসে অন্তত একবার চালু করে কিছুক্ষণ ব্যবহার করুন।
পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ
অতিরিক্ত গরম, ঠান্ডা বা আর্দ্র পরিবেশ ফোনের ভেতরের সার্কিটের ক্ষতি করতে পারে।
আর্দ্রতা বা ধুলাবালির কারণে চার্জিং পোর্ট, স্পিকার ও মাদারবোর্ডে অক্সিডেশন হতে পারে। ফলে ফোন চালু হলেও কাজ ঠিকমতো নাও করতে পারে।
সমাধান: ফোন শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন। কখনোই রোদে বা স্যাঁতস্যাঁতে স্থানে সংরক্ষণ করবেন না।
দীর্ঘদিন বন্ধ থাকলে যে যন্ত্রাংশ নষ্ট হয়
ডিসপ্লে: আর্দ্রতার কারণে দাগ বা রঙ ফিকে হতে পারে।
সার্কিট বোর্ড: অক্সিডেশনের কারণে সংযোগ নষ্ট হয়।
স্পিকার ও মাইক্রোফোন: ধুলা জমে শব্দ কমে যায় বা বিকৃত হয়।
সারসংক্ষেপ: কতদিন পর ক্ষতি শুরু হয়?
সময়কাল/সম্ভাব্য ক্ষতি/করণীয়
১ মাস/সাধারণত সমস্যা হয় না/মাঝে মাঝে চার্জ দিন
৩–৬ মাস/ব্যাটারি দুর্বল হতে পারে/২ মাসে একবার চালু করুন
৬–১২ মাস/সার্কিট বা ব্যাটারি ক্ষতির ঝুঁকি/নিয়মিত চার্জ দিন
১ বছর+/স্থায়ী ক্ষতির সম্ভাবনা/ব্যবহার শুরুর আগে সার্ভিসিং করুন
ফোন নিয়মিত ব্যবহার না করলে সেটি ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে। তাই পুরোনো ফোনও একেবারে বন্ধ না রেখে মাঝে মাঝে চার্জ দেওয়া, চালু করা এবং নিরাপদ পরিবেশে রাখা জরুরি। এতে ফোনের আয়ু বেড়ে যায় এবং প্রয়োজনের সময় সেটি ব্যবহারযোগ্য থাকে।