ফেসবুকে মিম!

আজকাল হরহামেশাই অনেকের ফেসবুক একাউন্ট হ্যাক হবার খবর কানে আসে। আর মানুষটি যদি হন কোন জনপ্রিয় তারকা, ফলোয়ার যদি হয় প্রায় পাঁচ লক্ষ তাহলেতো কথাই নেই! হ্যা, এমনটাই হয়েছিল লাক্সসুন্দরী-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এর সাথে। দুমাস পর আবার ফেসবুকে ফিরেছেন সময়ের জনপ্রিয় এই নায়িকা।

গতকাল ফেসবুকে ফিরে আসার আনন্দে লিখেছেনঃ

‘অবশেষে আমার ফেসবুক একাউন্টটি ফিরে পেলাম।

দুই মাসের নিরলস প্রচেষ্টার পর কঠোর পরিশ্রমের ফল পেলাম।

আমার সব বন্ধু এবং অনুসারিদের ধন্যবাদ যারা সবসময় আমার পাশে আছেন।

আনন্দ।’

এ প্রসঙ্গে মিম বলেন, সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাই তাদের যারা একাউন্টটি ফিরে পিতে আমাকে সাহায্য করেছেন।