ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

ফেনীতে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানে করে কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ফেনীর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। তাদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। এখনও নিহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের মেশিন নিয়ে পিকআপে করে ফেনীর দিকে আসছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Comments (0)
Add Comment