ফিফা ভারতীয় ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো

ভারতীয় ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা। ১৫ আগস্ট ফুটবল নিয়ন্ত্রণে তৃতীয়পক্ষের উপস্থিতি কাম্য নয় বলে ফিফা ভারতকে সাসপেন্ড করেছিল। আজ(শুক্রবার) রাতে তারা নিষেধাজ্ঞা তুলে নেয়। সুপ্রিম কোর্টে একটি মামলায় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার পর ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ফিফার সব শর্ত মেনে নেয়ায় এই নিষেধাজ্ঞা উঠলো। অর্থাৎ ভারতে অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে আর কোনও অনিশ্চয়তা থাকলো না।