রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ট্রাকচাপায় কিশোর সিফাত নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ার প্রতিবাদের পাশাপাশি এমন মন্তব্যের জন্য প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়া ট্রাকের চাপায় রাজধানীর ফার্মগেটে সিফাত (১৪) নামে এক কিশোর নিহত হয়। পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের রেলগেট এলাকায় থেকে জীবিকার তাগিদে সে এসি মেরামতের কাজ শিখছিল। ওইদিন রাতে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়।
এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের লোকেরা বুধবার তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এর প্রতিবাদের পাশাপাশি প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।