রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনের মেট্রো স্টেশনের পাশের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও নিহত পথচারীর নামপরিচয় জানাতে পারেনি।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে পিলার থেকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে এক পথচারী ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় মেট্রো চলাচল বন্ধ রয়েছে। আমরা এখনো নিহত ব্যক্তির নামপরিচয় শনাক্ত করতে পারিনি।