প্লিজ ছাত্রলীগ হইয়েন না, ছাত্রদলকে ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। 

ফরহাদ বলেন, প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো, আজ ছাত্রদলের ভাইয়েরা সেই ধরনের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সবসময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে।

শিবির সমর্থিত এই প্রার্থী অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেও ফরহাদ বলেন, অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। এর প্রমাণ আসার পর রোকেয়া হলে নাটক মঞ্চস্থ করা হয়েছে। ডাকসু নির্বাচনে যেসব কেন্দ্রে অভিযোগ উঠছে, সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারও ওপর দায় চাপিয়ে এড়িয়ে যাওয়া যাবে না।

ফরহাদ পুনরায় ছাত্রদলকে সতর্ক করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে আচরণ করতো, আজ ছাত্রদল সেই একই আচরণ করছে। এটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের সৌজন্যমূলক আচরণ করা উচিত।