প্রবাসীদের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেবে দুবাই কনস্যুলেট

প্রবাসীদের জন্য এবার ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ চালুর
ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক
রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান মোজাফফর হোসেনের
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের
জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাস সময়ের মধ্যে শুধু
বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারীরা ‘রেমিট্যান্স
অ্যাওয়ার্ড’ এর জন্য আবেদন করতে পারবেন।

পাঁচটি আলাদা ক্যাটাগরির মধ্যে মাসিক ১২শ দিরহাম
বেতনের সমপরিমাণ ও এর নিচে সাধারণ কর্মীদের থেকে ১০
জন, ১২শ দিরহামের উপরের সাধারণ কর্মীদের ১০ জন,
ব্যবসায়ী (পুরুষ) ১০ জন, ব্যবসায়ী (নারী) ৫ জন ও
পেশাজীবীদের মধ্যে প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার,
কনসালটেন্ট, সাংবাদিক, ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত
প্রবাসীদের থেকে ১০ জনকে এই পুরস্কার প্রদান করা হবে।

রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য কনস্যুলেট কর্তৃক
সরবরাহকৃত নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। বৈধপথে
রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী
৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।
mission.dubai@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় আবেদন
দাখিল করা যাবে।

Comments (0)
Add Comment