প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে নির্বাচন কমিশন (ইসি) একটি কার্যকরী উপায় খুঁজছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে।
এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন সিইসি। বিভিন্ন সরকারি–বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়।