বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘আমাদের দেশের ১ কোটি লোক বাইরের দেশে কাজ করেন। যে ৬০ দেশে করোনাভাইরাস দেখা দিয়েছে তার মধ্যে মধ্যপ্রাচ্যসহ বেশকিছু দেশ রয়েছে, যেখানে তারা কাজ করেন। বাংলাদেশি যারা বিদেশে চাকরি করেন তারা যেন জরুরি প্রয়োজন না হলে দেশে না আসেন বা বিদেশে না যান।’
মঙ্গলবার বিকালে সচিবালয়ে করোনাভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এর আগে এ বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। খবর ইউএনবির
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের দেশে যাতায়াতটা সীমিত করতে হবে। আমরা চাই না আমাদের দেশ এই ভাইরাসে আক্রান্ত হোক। যারা বিদেশে আছেন তারাও চান না আমাদের দেশ আক্রান্ত হোক।’
মুজিব বর্ষ উপলক্ষে ১৭ মার্চের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বিদেশিদের বিষয়ে তিনি বলেন, ‘যারা আসবেন তারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন। তারা অল্প সময় থাকবেন। আশা করি তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাদের কোনও সমস্যা হলে তো ব্যবস্থা থাকবেই।’
জাহিদ মালেক বলেন, ‘বাইরে থেকে আসা কোনও সন্দেহজনক ব্যক্তি পেলে বা বিদেশ থেকে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। বিদেশ থেকে আসলে আগে সিভিল সার্জনের সাথে দেখা করতে হবে এবং সব তথ্য দিতে হবে।’
এ ভাইরাসের চিকিৎসার প্রস্তুতির অংশ হিসেবে কুয়েত মৈত্রী হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে ২০টি আইসিইউ শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন দূতাবাসেও জানানো হয়েছে, যারা ইতালি, ইরান, কোরিয়া থেকে আসবেন তাদের বিশেষ নজর রাখতে বলা হয়েছে। তাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে। করোনাভাইরাস চলে আসলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’