প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিআরটির ৭ উড়ালসড়ক: কাদের

দীর্ঘ অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সাতটি উড়াল সড়ক। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ঘরমুখ মানুষের জন্য ঈদ উপহার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব উড়ালসড়ক উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এসময় সাত উড়ালসড়কে আনুষ্ঠানিক যান চলাচল উন্মুক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদের যাত্রীদের জন্য এটা ঈদ উপহার। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসব ফ্লাইওভার উন্মুক্ত করায় বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যাত্রা আরো সহজ ও স্বস্তিদায়ক হবে। সময়মতো নির্মাণ কাজ সম্ভব হয়নি। এটি একটি প্রলম্বিত প্রকল্প।

সময়মতো নির্মাণ কাজ সম্পন্ন কথা সম্ভব হয়নি। এই প্রকল্পে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তবু না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, শেষ পর্যন্ত আমরা প্রকল্পটিকে শেষ পর্যায়ে নিয়ে আসতে পেরেছি।

আশা করছি এ বছরই বিআরটির পথে বাস চলাচল করতে পারবে।

Comments (0)
Add Comment