পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান সিটিতে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য মানুষ। শনিবার সেন্ট পিটার্স স্কয়ারে স্থানীয় সময় সকাল ১০টায় পোপের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দুই লাখেরও বেশি মানুষ এবং ৫০টিরও বেশি দেশের প্রধানরা উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার রাতে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কাও রোমে এসেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ভ্যাটিকান পৌঁছেছেন।
এছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেটিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাসহ অনেকে পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে।
ব্যাসিলিকার দিকে মুখ করে স্কোয়ারের ডান দিকে বসবেন অতিথিরা। সেখানে আর্জেন্টিনা ও ইটালির সরকার প্রধানরা সামনের সাড়িতে বসবেন। ফরাসি ভাষার বর্ণমালার ক্রমানুসারে সরকার প্রধানরা এই অনুষ্ঠানে আসন গ্রহণ করবেন।
২০১৩ সালে পোপ হিসেবে দায়িত্ব নেওয়া ফ্রান্সিস আর্জেন্টিনার প্রথম পোপ ছিলেন। তার সরল জীবনযাপন ও মানবাধিকারকেন্দ্রিক বার্তা তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।