পেগাসাস তদন্তে সাহায্য করেনি সরকার: ভারতের সুপ্রিম কোর্ট

গত বছর ইসরাইলের স্পাইওয়্যার পেগাসাস নিয়ে ভারত সহ বিশ্বের অনেক দেশে বিতর্ক তৈরি হয়। পেগাসাসের মাধ্যমে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের ফোনে নজরদারি করা হয়েছে, এমন অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলাও দায়ের করা হয়েছিল।

(বৃহস্পতিবার) ভারতের সুপ্রিম কোর্টে উঠেছিল পেগাসাস মামলা। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে- পেগাসাস তদন্তে সুপ্রিম কোর্টে বিশেষ নজরদারি কমিটি রিপোর্ট করেছে যে, তদন্তে বিশেষ সহযোগিতা করেনি দেশের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আদালত এটাও জানিয়েছে, যে ২৯টি ফোন পাওয়া গিয়েছে, তার মধ্যে পাঁচটিতে ম্যালওয়ারের সন্ধান মিলেছে। তবে, সেগুলো পেগাসাসের সঙ্গে যুক্ত কিনা, তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নিউজ১৮ এ খবর নিশ্চিত করে জানাচ্ছেঃ সু্প্রিম কোর্টের এই মন্তব্য রাজনৈতিকভাবে নতুন বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

বৃস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন কমিটি একগুচ্ছ সুপারিশ করেছে আদালতে। অন্যদিকে, মামলাকারীরা দাবি করেছেন, অবিলম্বে এই কমিটির রিপোর্ট যেন প্রকাশ্যে আনা হয়। চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি করা হবে।

Comments (0)
Add Comment