‘পৃথিবী বদলে দেয়া মহান নেতা গর্বাচেভ’

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। রুশ সংবাদ সূত্রে জানা যায়, মারাত্মক দীর্ঘমেয়াদি রোগে ভুগে গত মঙ্গলবার ৯১ বছর বয়সে তার মৃত্যু হয়।

গর্বাচেভের মৃত্যুতে তাকে ‘পৃথিবী বদলে দেয়া মহান নেতা’ উল্লেখ করে স্মরণ করেছেন বাংলাদেশি অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ থেকে তিনি লিখেছেন, “বিশ্ব এক মহান নেতাকে হারালো। তিনি পৃথিবী বদলে দিয়েছেন।”

লেখাটির সাথে একটি ছবিও পোস্ট করা হয়েছে যেখানে দুজন আলাপরত অবস্থায় ধরা পড়েছিলেন। ছবিটি ২০১৪ সালে বার্লিনে তোলা হয়েছিল বলে জানা গেছে। আর, দিনটি ছিল বার্লিন প্রাচীর পতনের রজতজয়ন্তী তথা ২৫ তম বার্ষিকী।

উল্লেখ্য, ওই দিনটি সাড়ম্বরে পালন করেছিল জার্মানি। দিবসটির উদ্বোধনী বক্তাদের মধ্যে অনেক বিশ্বনেতার পাশাপাশি মিখাইল গর্বাচেভ এবং ড. মুহাম্মদ ইউনূসও ছিলেন। অনুষ্ঠানটির সূচনা করেছিলেন জার্মানির তৎকালীন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

Comments (0)
Add Comment