২১ বছর পর পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে নাসার পাঠানো স্যাটেলাইট ‘রিউভেন রামাটি হাই এনার্জি সোলার স্পেকট্রোস্কোপিক ইমেজার (আএইচইএসএসআই)।’ এটি ১১ বছরের সোলার সাইকেল সম্পূর্ণ করেছে।
২০০২ সালে সৌর ঝড় এবং করোনাল মাস ইজেকশনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পৃথিবীর নিম্ন কক্ষপথে এই স্যাটেলাইটটিকে বসানো হয়। সূর্য থেকে সৌর রশ্মির বিকরণের তীব্রতা কতটা শক্তিশালী তা বোঝার জন্যই এই স্যাটেলাইটটিকে পাঠানো হয়েছিল। কিন্তু ২০১৮ সালে আচমকাই নাসার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই স্যাটেলাইটটির। এরপরই স্যাটেলাইটটিকে ধ্বংসের সিদ্ধান্ত নেয় স্পেস এজেন্সি।
এ সপ্তাহের শুরুতে নাসা অবশ্য জানিয়েছিল, তাদের ৩০০ কেজি ওজনের একট পুরনো স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর বুকে বুধবার ফিরে আসবে। এটি ২০০২ সালে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল। যদিও নাসার তরফ থেকে বলা হয়েছে এটি পৃথিবীর কোনো ক্ষতি করবে না। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই স্পেসক্র্যাফটটি অতিরিক্ত তাপে ধ্বংস হয়ে যাবে। কিছু অংশ হয়তো পৃথিবীতে ঢুকতে পারে।
সূত্র : জি ২৪ ঘণ্টা