শারদীয় দুর্গোৎসব মানেই সাজের উত্সব। এসময় নারীরা নিজেদের ভিন্ন ভিন্ন লুকে সাজিয়ে তুলতে ভালোবাসেন। একেকজন তারকা একেক ধাঁচে রাঙিয়ে তোলেন পূজার আনন্দ। সেই ধারাবাহিকতায় এ বছর নজর কাড়লেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তার পূজার সাজে ছিল ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মেলবন্ধন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ঐন্দ্রিলার পূজার লুকের মূল আকর্ষণ ছিল একটি সিলভার জরিপাড়ের শাড়ি। শাড়ির স্নিগ্ধ আভা আর ঝকঝকে জরির কাজ তাকে দিয়েছে রাজকীয় আবেদন। পূজার উজ্জ্বল পরিবেশে এই রঙ যেন আরো দীপ্তিময় হয়ে উঠেছে। এই সাজে তিনি হয়ে উঠেছেন একেবারেই অনন্যা, যেখানে ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিকতার স্টাইল একসঙ্গে ধরা দিয়েছে।
-
শাড়ির সঙ্গে তিনি মিলিয়েছেন আইভরি রঙের স্লিভলেস ব্লাউজ। ব্লাউজটির সরল অথচ স্টাইলিশ নকশা শাড়ির জৌলুসকে আরও উজ্জ্বল করেছে। ব্লাউজের স্নিগ্ধতা আর শাড়ির চাকচিক্য মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক অনবদ্য ভারসাম্য।
-
ঐন্দ্রিলার হেয়ারস্টাইলেই যেন লুকের সবচেয়ে বড় আকর্ষণ। দারুণ স্টাইলের চুল বাঁধা তার রূপে এনেছে আভিজাত্য। সঙ্গে ছিল পরিমিত মেকআপ চোখে কাজল ও হালকা স্মোকি টাচ, ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক, গালে হালকা হাইলাইটার। সব মিলিয়ে তার সাজে ছিল একেবারেই ট্রেন্ডি আবেদন, তবে অতি আধুনিকতা নয়, বরং পরিমিত সৌন্দর্যের ছোঁয়া।
-
ঐন্দ্রিলার এই পূজার সাজ যেন পূজার মূল বার্তাকেই মনে করিয়ে দেয়-আনন্দ, উজ্জ্বলতা আর আত্মবিশ্বাস। তিনি প্রমাণ করলেন, শাড়ির সাবেকি রূপকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করলে কেমন মোহনীয় হয়ে ওঠা যায়।