তিন বছর ধরে তিল তিল করে জমেছিল অপেক্ষার পাহাড়। এ অপেক্ষা ছিল ‘পুষ্পা ২’ -এর। গত ৫ ডিসেম্বর পুস্পা রাজ রূপে আল্লু অর্জুন ধরা দিতেই ধৈর্যর তার ছেড়ে। বাঁধ কাটা জলস্রোতের মতো জনস্রোত হয় হলমুখী।
ফলস্বরুপ প্রথম দিনই আয়ের ঝুলিতে ১৭৪.৯ কোটি রুপি তলে নেয় সুকুমার রায়ের সিনেমা। এরইমধ্যে আরও এক দিন চলে গেল। এবার জেনে নেওয়া যাক দুই দিনে ছবিটির আয়ের পরিমাণ।
প্রাথমিক ধারণা অনুযায়ী, দ্বিতীয় দিন ‘পুষ্পা ২’ পকেটে তুলেছে ৯০.১০ কোটি রুপি। প্রথম দিনের আয়ের তুলনায় অর্ধেক হলেও অঙ্ক নিঃসন্দেহে ঈর্ষণীয়। যা প্রথম দিনের সঙ্গে যোগ করলে দাঁড়ায় ২৬৫ কোটি রুপি।
এদিকে প্রথমদিনই ‘আরআরআর’-এর রেকর্ড হাতিয়ে নিয়েছে ‘পুষ্পা ২’। এর আগ পর্যন্ত ১৩৩ কোটি তুলে ফার্স্ট ডের ওপেনিং কালেকশনের রেকর্ড নিজের করে রেখেছিল ‘ত্রিপল আর’। ১৭৪ ক্রোড় আয় করে ছবিটিকে হটিয়ে দিয়েছে আল্লু-রাশমিকার ছবিটি।
এদিকে ‘পুষ্পা’র দ্বিতীয় সিক্যুয়েলের এই মোটা আয়ের নেপথ্যে টিকিটের মূল্যবৃদ্ধি বেশ খানিকটা ভুমিকা রেখেছে। বিষয়টিকে সাধুবাদ জানিয়ে অন্ধ্রপ্রদেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন আল্লু। ‘প্রগতিশীল সিদ্ধান্ত’ বলে অভিহিত করে মুক্তির আগেই এক্স হ্যান্ডেলে লিখেছিলেন ‘অন্ধ্রপ্রদেশ সরকারকে ছবির টিকিটের মূল্যবৃদ্ধিকে সমর্থন করার জন্য ধন্যবাদ। তেলুগু ছবির উন্নতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।’গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শোয়ের টিকিটের দাম ছিল ৯৪৪ টাকা (জিএসটি সহ)।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়।
গেল বারের মতো এবারও আল্লুর বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। ছিলেন ফাহাদ ফাসিলও। তার চরিত্রটি এবারও শক্তিশালী ছিল। পুষ্পা রাজের সঙ্গে তার টক্কর ছিল সেয়ানে সেয়ানে।