দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে রয়েল (৩৫) নামের এক মাদক কারবারি পালিয়ে গেছে। সোমবার (২৪ মার্চ) আনুমানিক ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাদক কারবারি পালানোর ঘটনাটি জানাজানি হলে পরিদর্শন করেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোররাতে রয়েল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়। সেহরির ব্যস্ত সময়ের সুযোগে ঘরের পেছনের একটি জানালার রড সরিয়ে পালিয়ে যায় আসামি। তাকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।