পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬২০

ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ১ হাজার ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি বিদেশি শুটারগান, একটি পাইপগান, একটি ধারালো অস্ত্র, দুটি পিস্তলের গুলি ও দুটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।