ভোলার সদর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় জহুরা বিবি (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জহুরা বিবি একই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পুকুরে বৃদ্ধা জহুরাকে ভাসমান অবস্থায় দেখতে পান। ওই সময় তার স্বামী আব্দুল মালেক বাড়িতে ছিলেন না। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আব্দুল মালেক জানান, তিনি ফজরের নামাজ শেষে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। ওই সময় তার স্ত্রী জহুরা বিবি ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে লোকজনের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর মরদেহ পানিতে ভাসছে।
পুকুর থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
-ভোলা প্রতিনিধি