করোনা মহামারির এই সময়ে ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম কোয়ারেন্টিন। এই একটি কারণেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো অনিশ্চিত। তবে এক্ষেত্রে বেশ উদার পাকিস্তান। আগামী মাসে পাকিস্তান সফরে আসা জিম্বাবুয়ের ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে পাকিস্তান পৌঁছানোর পর কারো করোনা পজেটিভ হলে পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।
২০১৫ সালে শেষবার পাকিস্তান সফর করেছিল জিম্বাবুয়ে। দেশটির সরকার পাকিস্তান সফরের জন্য অনুমতি দিয়েছে। এরপর সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩০শে অক্টোবর শুরু তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই হবে মুলতানে।
সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে রোডেশিয়ানরা। রাওয়ালপিন্ডিতে হবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ। আগামী ২০শে অক্টোবর পাকিস্তানে পা রাখবে ৩২ সদস্যের জিম্বাবুয়ে দল।
নিরাপত্তা ঝুঁকির আতঙ্ক কাটিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত হতে শুরু করেছে। পিসিবি এবার মরিয়া স্বাস্থ্য সুরক্ষিত দেশ হিসেবে নিজেদের প্রমাণ করতে। পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক জাকির খান বলেন, ‘শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর পাকিস্তান সুপার লীগ সফলভাবে আয়োজনে নিরাপদ দেশ হিসেবে পাকিস্তানের সুনাম বেড়েছে। এই (জিম্বাবুয়ে) সিরিজটা নিশ্চিত হওয়ায় প্রমাণ হলো স্বাস্থ্য সুরক্ষিত দেশ হিসেবেও নিরাপদ পাকিস্তান।’