পাকিস্তানে আসতে সব সময়ই ভালো লাগে: তামিম

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল খেলা শুরু রাত ৯টায়। আর করাচিতে ফাইনালে মাঠে নামার আগে তামিম ইকবাল বললেন, পাকিস্তানে যেতে তার সবসময় ভালো লাগে।

সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ কে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘পাকিস্তানে আসতে সব সময়ই ভালো লাগে। তবে এখন সময়টা ভিন্ন। জৈব সুরক্ষিত পরিবেশে হোটেলে থাকতে হচ্ছে। নির্দিষ্টভাবে কিছু জায়গায় যাওয়ার অনুমতি আছে। বিষয়টি উপভোগ করা না গেলেও নিয়ম তো মানতেই হবে। পাকিস্তান চমৎকার একটি দেশ।

আমাদের দেশের মতোই এখানে ক্রিকেটের প্রচুর সমর্থক আছে। তারা ক্রিকেট ভালোবাসে।’

এর আগে পাকিস্তানের একটা টিভি চ্যানেলে সাক্ষাতকারে তামিমকে উর্দু বলতে বলা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি উর্দু বলতে পারবো না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নির্দেশনা দেয়া আছে। আমি কেবল বাংলা অথবা ইংরেজি বলতে পারবো। কিন্তু আমি সামান্য কিছু বলতে পারি, আমি হয়তো এক দুইটা শব্দ বলতে পারবো।’ এরপর অবশ্য উর্দুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, আমাদের দলের জন্য দোয়া করবেন, আমরা যেন জিততে পারি।’

করোনায় স্থগিত হয়ে যাওয়া পিএসএলের প্লে অফ খেলার কথা ছিল না তামিমের। তাকে অজি ব্যাটসম্যান ক্রিস লিনের বিকল্প হিসেবে দলে নেয় লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম এলিমিনেটরে ১০ বলে ১ ছক্কা ও ২ বাউন্ডারিতে ১৮ রান করেন তামিম। জয় শেষে দ্বিতীয় এলিমিনেটরে সুযোগ পায় লাহোর। পরের এলিমিনেটরে মুলতানস সুলতানের বিপক্ষে ৫ চারে ২০ বলে করেন ৩০ রান। জয় দিয়ে ফাইনালে পৌঁছে তার দল।

লাহোরের পারফরম্যান্সের প্রশংসা করে তামিম বলেন, ‘লাহোর খুবই পেশাদার দল, বিশেষ করে এই পিএসএলে খুব ভালো করছে। আমাদের দল খুব ভালো, বিশেষ করে বোলিংয়ে।’
এবারের পিএসএলের প্লে অফ পর্বের চার ম্যাচই হয় দর্শকবিহীন মাঠে। এ নিয়ে তামিম বলেন, ‘দর্শক ছাড়া খেলার অভিজ্ঞতা অন্য রকম। বাউন্ডারি মারলে কিংবা উইকেট পড়লে হাততালি দেয়ার কেউ নেই। কিন্তু জীবন এমনই। মানুষের নিরাপত্তার জন্যই এভাবে চলতে হবে। তবে লোকে কিন্তু টেলিভিশনেও খেলা দেখতে পারছে।’

Comments (0)
Add Comment