পশ্চিম এশিয়ায় ইরানের প্রতিদ্বন্দ্বী কোন দেশ নেই: বাংলাদেশের রাষ্ট্রদূত

ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেছেন: শক্তিশালী জনশক্তি এবং সমৃদ্ধ সম্পদের দিক থেকে এ অঞ্চলে ইরানের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ইরানের কেরমানশাহ প্রদেশের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি ওই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেছেন, ইরান এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন বেশ দৃঢ়। সুদূর অতীতেও ইরানি ব্যবসায়ীরা বাংলাদেশে সক্রিয় ছিলেন। ইরান একটি ধনী দেশ। কেবল সমৃদ্ধ তেল কিংবা খনিজ সম্পদের জন্যই নয় বরং দক্ষ মানব সম্পদের জন্যও ইরান সমৃদ্ধ একটি দেশ। এই সমৃদ্ধির কারণে এ অঞ্চলের অন্য কোনো দেশ ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পর্যায়ে নেই।

পার্সটুডের প্রতিবেদনে আরও জানানো হয়ঃ বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, ডনাল্ড ট্রাম্প সরকারের আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিষেধাজ্ঞার পূর্বে তেহরান ও ঢাকার মধ্যে ব্যাপক ব্যবসায়িক কার্যক্রম ছিল। সেই হারানো পরিবেশ আবারও ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইরানের কেরমানশাহ প্রদেশের চেম্বার অব কমার্সের আমন্ত্রণে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং মিনিস্টার কমার্স ড. জুলিয়া মইন সম্প্রতি ৩ দিনের সফরে কেরমানশাহ যান। চেম্বার অব কমার্সের কর্মকর্তাসহ ওই প্রদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গেও তারা বৈঠক করেন। কেরমানশাহ’র অসংখ্য স্থাপনা পরিদর্শনের পাশাপাশি সেখানকার ফুড প্রসেসিং ফ্যাক্টরি এবং কার্পেট ফ্যাক্টরিও তারা পরিদর্শন করেন।

Comments (0)
Add Comment