বাসা থেকে টাকা, স্বর্ণালংকার ও শিক্ষা সনদ নিয়ে উধাও রাজধানীর পল্লবীর কলেজপড়ুয়া সেই তিন বান্ধবীর এখনও সন্ধান মেলেনি।
‘নিখোঁজের’ ৭২ ঘণ্টা পার হলেও এখনও তাদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তিন ছাত্রীর খোঁজ না পেয়ে চিন্তিত তাদের পরিবার।
তবে তাদের সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের কাউকে কিছু না বলে বৃহস্পতিবার সকাল ৯টায় সবাই নিজ নিজ বাসা থেকে একযোগে বের হয়। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যায়।
নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন— কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এর মধ্যে নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।
পরিবারের দাবি— বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। এ জন্য তারা বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।
এ ঘটনায় নিসার মা মাহমুদা আক্তার শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে যাদের বিবাদী করা হয়েছে, তারা হলেন— তরিকুল, রকিবুল ও জিনিয়া। এর মধ্যে জিনিয়া টিকটকের পরিচিত মুখ। আর তরিকুল ও রকিবুল সহোদর।
এ ঘটনায় অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পল্লবী থানার এসআই সজিব খান বলেন, তিন শিক্ষার্থীর সন্ধানে আমরা অভিযান পরিচালনা করছি।
তিনি বলেন, রকিবুলকে জিজ্ঞাসাবাদ করেছি। সে জানিয়েছে, নিখোঁজ তিন বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে।
তবে ‘নিখোঁজ’ ছাত্রী নিসার বোন আইনজীবী কাজী রওশন দিল আফরোজ বলেন, আমি শুনেছি পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল বলেছে আমার বোন ও তার বান্ধবীরা জাপান চলে গেছে। সে সব জানে। সে পাসপোর্ট অফিসে দালালি করে। সে হয় তো নিখোঁজ শিক্ষার্থীদেরকে গোপনে পাসপোর্ট করে দিতে পারে।