‘পরের স্টেশনে আমার সঙ্গে দেখা করো’

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে এখন দেখাই যাচ্ছে না কোথাও। নাটকের এই জনপ্রিয় অভিনেত্রী একসময় বিয়ে করেছিলেন আরেক বড় অভিনয় তারকা জিয়াউল ফারুক অপূর্বকে। সেই পর্ব চুকে গিয়েছে ২০১১ সালেই। এরপর আরও একবার দাম্পত্যে জড়িয়েছিলেন।

সেখানেও বিচ্ছেদ। অভিনয়ের আগে মডেল হিসেবেও নজর কেড়েছিলেন প্রভা।
প্রভাকে কোথাও দেখা যাচ্ছে না, এমনটা বললে অবশ্য পুরোপুরি ঠিক হয় না। সামাজিক মাধ্যমে নিয়মিত দেখা যায় প্রভাকে। নিয়মিত নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। কোথায় যাচ্ছেন, কী করছেন- জানান দেন সেসব। এই যেমন সর্বশেষ গতকালই তিনি বেশকিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে লালপেড়ে কালো শাড়িতে দেখা যাচ্ছে। একটি ট্রেনের পুরনো মডেলের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন।

ক্যাপশনে লিখলেন, ‘পরের স্টেশনে আমার সঙ্গে দেখা করো— যেখানে সময় ধীরগতিতে চলে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তুমি আর আমি পাশাপাশি চলছি…’
এই ছবির মন্তব্য বাক্সে পূর্ণ হয়ে গেছে ‘হার্ট’ ইমোজিতে।

প্রভা শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন। সর্বশেষ গত বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। এবার বিরতি ভেঙে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তরুণ অভিনেতাদের।

চলতি বছরের শুরুর দিকে দেশে ফিরেন প্রভা। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও।