পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর

লক্ষ্মীপুরের রামগতিতে স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সামিয়া আক্তার শান্তা (১৩) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শান্তা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চরপোড়াগাছা স্টিলব্রিজের ওপর দুর্ঘটনাটি ঘটে। নিহত শান্তা রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার আলী হোসেনের মেয়ে ও স্থানীয় মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শেষে অটোরিকশায় শান্তা বাড়ি যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টর ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শান্তাসহ ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় শান্তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ট্রাক্টর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

-লক্ষ্মীপুর প্রতিনিধি