পম্পেও বললেন, রাশিয়ার হামলা, মুখে কুলুপ ট্রাম্পের!

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরিচালনার দায়িত্বে থাকা এজেন্সি সহ বেশ কয়েকটি ফেডারেল এজেন্সিকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছিল। মার্ক লেভিন শো নামের একটি রেডিও অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, মার্চ মাসে শুরু হওয়া ওই হামলার সাথে রাশিয়া “স্পষ্টভাবে” যুক্ত ছিল। ইন্ডিপেনডেন্ট সহ অনেক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

ওদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও শুক্রবার এক টুইটে পম্পেওর সুরেই কথা বলেনঃ “সাইবার হামলা চালানোর জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর সাথে রাশিয়ার সাইবার অপারেশনের মিল রয়েছে। তবে এর পেছনে কে আছে সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ নিশ্চিত হওয়া জরুরি। যুক্তরাষ্ট্রকে অবশ্যই প্রতিশোধ নিতে হবে এবং সেটা কেবল নিষেধাজ্ঞা দিয়ে-ই নয়।”

প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন বলেছেন, এটি “অত্যন্ত উদ্বেগের বিষয়” এবং তিনি দায়িত্ব গ্রহণ করলে এটা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বর্তমান এবং প্রাক্তন অনেক শীর্ষ কর্মকর্তারাই সন্দেহভাজন রাশিয়ান হ্যাকিং হামলার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি সাধারণত তার দৃষ্টিভঙ্গির ব্যাপারে বেশ সোজাসাপ্টা আলাপ করেন, টুইট করেন; তিনি এখনও মার্চ মাসে শুরু হওয়া সাইবার হামলা নিয়ে কোন মন্তব্য করেননি! এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় কি ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে।

Comments (0)
Add Comment