পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক। ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা পোস্ট করেছেন।
ড্যানিশ রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন (রবিবার) নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে লিখেছেনঃ
“পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন! বাংলাদেশের প্রবৃদ্ধি, উন্নয়ন এবং যোগাযোগের ক্ষেত্রে পদ্মা সেতু এক অবিশ্বাস্য মাইলফলক।”
উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, কসোভো সহ বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।