পদ্মায় জেলের জালে ধরা পড়ল শুশুক

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার জেলের জালে আটকা পড়েছে একটি বিপন্ন প্রজাতির শুশুক। আজ মঙ্গলবার বিকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে শুশুকটি আটকা পড়ে। নদী থেকে তোলার পর শুশুকটি মারা যায়।

স্থানীয় জেলে বৈরাগী হলদার বলেন, আমরা কয়েকজন নদীতে মাছ ধরতে যাই। বৈরি আবহাওয়া উপেক্ষা করে নদীর বিভিন্ন স্থানে জাল ফেলি। বেশ কয়েকবার জাল ফেলার পর কোন মাছ পাওয়া যায়নি। বেলা ৩টার দিকে জাল তোলার সময় জালে কয়েকটি ঝাঁকুনি দেয়। তখন বুঝতে পারি জালে বড় কিছু আটকা পড়েছে। জাল তুলে দেখি, একটি বড় আকৃতির শুশুক আটকা পড়েছে। ধারণা করছি শুশুকটির ওজন হবে ৪০ কেজি। শুশুকটি ফেরিঘাট এলাকায় বিক্রির জন্য এনেছি।

শুশুকটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। তারা বলেন, মিচমিলে কালো আকৃতির শুশুক। শুশুক খাদ্য হিসাবে মানুষ ক্রয় করেন না। তবে পদ্মার মাছ শিকারের জন্য স্থানীয় জেলেরা শুশুক ক্রয় করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, শুশুক পদ্মা নদীতে সচারচর দেখা যায় না। হয়তো দল থেকে বিছিন্ন হয়ে পদ্মা নদীতে চলে আসছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মধ্যে শুশুর অর্ন্তভুক্ত। এটি ধরা, পরিবহন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। আমরা এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছি।

-রাজবাড়ী প্রতিনিধি