পদ্মার তিন ইলিশ ২৩ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের তিনটি বড় আকৃতির ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশ তিনটি ঢাকার এক ব্যবসায়ী অনলাইনে যোগাযোগ করে প্রায় ২৩ হাজার টাকা দিয়ে কিনে নেন।

জানা গেছে, স্থানীয় জেলে ছালাম হালদার রোববার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেলে ইলিশ তিনটি শিকার করেন।

সোমবার ভোরে মাছ তিনটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে এলে ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ তা ২১ হাজার ৭৩০ টাকায় কিনে নেন।

ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে ছালাম হালদারের কাছ থেকে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ তিনটি তিনি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে অনলাইনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ কেজি দরে মোট ২২ হাজার ৭৯০ টাকায় বিক্রি করেন।

এর মধ্যে একটি ইলিশের ওজন ২ কেজি ও ওপর দুটি ইলিশের ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। বিক্রীত ইলিশ তিনটি বিশেষ ব্যবস্থায় ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

শাহজাহান শেখ জানান, পদ্মা নদীর বড় ইলিশের চাহিদা ব্যাপক। দেশ-বিদেশের বহু ক্রেতা ইলিশসহ অন্যান্য বড় মাছের জন্য নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করেন। চাহিদা অনুপাতে এখানে খুব বেশি বড় মাছ পাওয়া যায় না। যে কারণে মাছের দামটা একটু বেশিই পড়ে। তবে শৌখিন ক্রেতাদের কাছে দাম কোনো বিষয় নয়। তারা বড় মাছ পেলেই খুশি। সাধারণ ক্রেতাদের জন্য এই মাছ কিনে খাওয়া খুব কঠিন বলে তিনি মন্তব্য করেন।