পদোন্নতির দাবি : আন্দোলনে নামার হুমকি স্পেশালিস্ট ডাক্তারদের

আগামী এক সপ্তাহের মধ্যে পদোন্নতি দেওয়া না হলে মার্চ মাসে সারাদেশে কলম বিরতি কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন বলেন, এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে প্রথমে তিনদিন ২ ঘণ্টা করে এবং পরবর্তীতে টানা কলম বিরতিতে যাওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে তিনি পদোন্নতি যোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত হিসেবে পদোন্নতি দেওয়ার দাবি জানান।

বিষয়টি ব্যাখ্যা করে আমিন বলেন, এই কর্মসূচি শুরু হলে ওই সময়ে তারা কোনো রোগী দেখবেন না। কেবল জরুরি সেবে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সংঠনের এই নেতা। তিনি বলেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা যে পদোন্নতি চাচ্ছি সেখানে অর্থনৈতিক বা বেতন বৃদ্ধির বিষয় নেই। এটা শুধু মাত্র পদোন্নতির জন্য। তিনি বলেন, মিথ্যা আশ্বাসে পদোন্নতি আটকে রাখা হচ্ছে।

সংগঠনের আরেক নেতা চিকিৎসক বশির আহম্মেদ খান বলেন, এখন আমাদের এক দফা এক দাবি আগামী এক সপ্তাহের মধ্যে পদোন্নতির যোগ্য সকল বিশেষজ্ঞ ডাক্তারদের পদোন্নতি দিতে হবে। আগামী ৫ মার্চ থেকে সারাদেশের প্রতিটি হাসপাতালে সকল বিশেষজ্ঞ ডাক্তার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা কলম বিরতি পালন করব। আর দাবি না মানলে ১১ মার্চ থেকে পুর্ণাঙ্গ কলম বিরতি কর্মসূচি পালন করব। এর জন্য দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে তার দায় মন্ত্রণালয়কেই নিতে হবে।

সদস্য সচিব আমিন বলেন, বিসিএস স্বাস্থ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাকরির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পর পদোন্নতি দেওয়া হয় কাজের মান ও গতিশীলতা বৃদ্ধি করার জন্য। নিয়ম অনুযায়ী বিভাগীয় পরীক্ষায় পাশ এবং ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন করা থাকলে চাকরি স্থায়ী হয়। চাকরি স্থায়ী এবং চাকরির চার বছর হলে সিনিয়র স্কেল পরীক্ষা দেওয়া যায়। এরপর উত্তীর্ণরা পদোন্নতির যোগ্য হয় বলে জানিয়েছেন এই চিকিৎসক।

আমিন বলেন, তবে স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ ডাক্তারদের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত করতে হয় স্নাতোকোত্তর ডিগ্রি (এফসিপিএস/এমডি/ডিপ্লোমা) লাগে, যা মোটেও কোন সহজ সাধ্য ব্যাপার নয়। বর্তমান পদোন্নতি জটে আটকে পড়ে আছে যোগ্য চিকিৎসকরা। যে সকল চিকিৎসক প্রমোশন যোগ্য হয়ে দীর্ঘদিন বসে আছেন তাদের ন্যায্য প্রমোশন হলে বেতন স্কেলের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না এবং পদোন্নতিতে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হবে না। কেননা এদের বেশির ভাগই নিজ নিজ গ্রেড/সমমান ও তদুর্ধ বেতন প্রাপ্ত।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক মির্জা মো. আসাদুজ্জামান বলেন, যোগ্য সকল বিশেষজ্ঞ ডাক্তারদের দ্রুত সুপারনিউমারারি পদোন্নতি দিতে হবে। এই দাবিতে আপনারা সবাই সোচ্চার থাকবেন।

 

Comments (0)
Add Comment