ন্যাটোর সম্প্রসারণ ইউক্রেনে আক্রমণের কারণ: পুতিন

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্তের চারপাশে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য হুমকি’ বলে অভিহিত করেছেন। আর এই জন্যই ইউক্রেনে আক্রমণ চালানো হয়েছে বলে জানান পুতিন।

সোমবার রাজধানী মস্কোর রেড স্কয়ারে জড়ো হওয়া হাজার হাজার রাশিয়ান সেনাকে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়ের দিনটিকে স্মরণে রাশিয়া বিজয় দিবস পালন করে থাকে। সোমবার ছিল ওই বিজয়ের ৭৭তম বার্ষিকী। এই উপলক্ষে রেড স্কয়ারে কুচকাওয়াজের আয়োজন করা হয়।

ইউক্রেন যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

রাশিয়ান সেনাদের উদ্দেশে পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ান বাহিনী ‘নাৎসিবাদের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এর জন্য সব কিছু করা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই বিশ্বযুদ্ধের ভয়াবহতা পুনরায় ঘটবে না আর।

Comments (0)
Add Comment