নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের একটি বাড়ির বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকাল ৯টার দিকে দুর্গাপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ রাজমিস্ত্রির কাজ করতেন। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ শ্বশুর রহিম উদ্দিনের বাড়িতেই থাকতেন। তাদের দেড় বছরের একটি মেয়ে রয়েছে।
রোববার ভোরে শ্বশুরবাড়ির লোকজন বসত ঘরের আড়ায় তাদেও দু’জনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্দার করে।
ওসি মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’