নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানালেন স্বরা ভাস্কর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এমন দাবি জানান স্বরা। এর আগে একাধিকবার ফিলিস্তিনি জনগনের পক্ষে আওয়াজ তুলেছিলেন এ অভিনেত্রী।

কিছুদিন আগেই ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন স্বরা ভাস্কর।

তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি। একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের রাজনীতিবিদ্‌ ক্লদিয়া ওয়েবে তার একটি পোস্টে লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইজ়রায়েলই সবচেয়ে বড় হুমকি।

অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করা হোক।” এই পোস্টও সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। গাজার সমর্থনে এবং ইজরায়েলের এমনই বিপক্ষে অজস্র পোস্ট করেছেন অভিনেত্রী।